গ্রাজ্যুয়েটগণ চায়নাতে উচ্চ বেতনে চাকুরীর সুযোগ Private
1 week ago - Learning - Dhaka - 32 viewsবাংলাদেশী গ্রাজ্যুয়েটগণ চায়নাতে উচ্চ বেতনে চাকুরীর সুযোগ পাবেন।
( কে.জি. স্কুল শিক্ষক – ডাক্তার – কম্পিউটার ইঞ্জিনিয়ার –একাউন্টেন্ট )
কি শিক্ষাগত যোগ্যতা লাগবে?
ইংরেজী শিক্ষকের চাকুরীর জন্য:
ইংরেজীতে অনার্স অথবা মাস্টার্স।
অথবা, “O”এবং “A” লেভেল কমপ্লিট করার পর যে কোন বিষয়ে গ্রাজ্যুয়েট।
অথবা, IELTSঅথবাTOEFLসহ যে কোন বিষয়ে গ্রাজ্যুয়েশন ডিগ্রী।
কম্পিউটার বিভাগে চাকুরীর জন্য (নিচেরগুলো শিক্ষকতা নয়) :
কম্পিউটার ইঞ্জিনিয়ার (বি.এস.সি.) অথবা কম্পিউটার সাইন্স এ গ্রাজ্যুয়েট।
একাউন্টিং বিভাগে চাকুরী জন্য:
একাউন্টিং বিষয়ে অনার্স সহ মাস্টার্স।
অন্যান্য কারিগরী বিভাগে চাকুরীর জন্য :
ইলেক্ট্রিক অথবা ফ্রিজ এয়ারকন্ডিশন বিষয়ে বি.এস.সি. ডিগ্রী।
হাসপাতালে ডাক্তারের চাকুরীর জন্য:
চিকিৎসক রেজিস্ট্রেশন সহ এম.বি.বি.এস. ডিগ্রী।
সাধারণত: কি কি সুযোগ সুবিধা পাওয়া যায়?
প্রাথমিক বেতন বাংলাদেশী টাকার হিসাবে মাসিক কমপক্ষে একলক্ষ টাকা পাওয়া যায়।
থাকা ও দুপুরের খাওয়া ফ্রি এবং চিকিৎসা ফ্রি।
এক বৎসর পর চাকুরী স্থায়ী হলে দ্বিগুন বেতন অর্থাৎ দুই লক্ষ টাকা পাওয়া যায়।
চাকুরী স্থায়ী হলে দুই রুমের একটি ফ্ল্যাট ফ্রি এবং বৎসর শেষে একমাস ছুটি সহবিমানের টিকিট ফ্রি।
চাকুরী স্থায়ী হলে ফ্যামিলি নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যায়।
পুরুষ ও মহিলা সকল প্রার্থীর জন্যই এই সুবিধা প্রযোজ্য তবে, সাধারণতঃ মহিলারা ২০% বেশী বেতন পেয়ে থাকে।
কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে?
ইংরেজীতে দক্ষতা অর্জন করতে হবে।
চলনসই চাইনিজ ভাষা শিখতে হবে।
পেশাগত কলা কৌশলগুলো শিখতে হবে।
কিভাবে চাকুরীটি পাওয়া যায় এবং যোগদান করা যায় ?
চায়নাতে অবস্থিত কোন প্রতিষ্ঠানের নাম,ঠিকানা সংগ্রহ করে সেথানে আবেদন করতে হবে।
তাদের ডিমান্ড অনুযায়ী কাগজপত্র পাঠাতে হবে এবং অনলাইন ইন্টারভিউ দিতেহবে।
ইনভাইটেশন, এইচ.এস.কে.ও অন্যান্য কাগজপত্র হাতে পেলে
মেডিক্যালসনদ, ভিসা, টিকিটসংগ্রহকরতেহবে।
**বিশেষদ্রষ্টব্যঃ এটি একটি সচেতনতামূলক সাধারণ তথ্য বা পরামর্শ মাত্র।(তিনমাস ট্রেনিং সহ মোট প্রসেসিংএ অন্তত নয় মাস সময় লাগবে।ততদিনে ইনসাল্লাহ্ করোনা পরিস্হিতি স্বাভাবিক হয়ে যাবে।তাই অলস সময় নস্ট না করে এখনই শুরু করার উপযুক্ত সময়।)
নিজেকে প্রস্তুত করার জন্য ঢাকার মিরপুরে তিন মাসের একটি ট্রেনিংকোর্স সকলের জন্য উন্মুক্ত।
এই ট্রেনিং কোর্সে প্রতিদিন তিনটি ক্লাশ হয় যাতে প্রত্যেক শিক্ষার্থীকেই শেখানো হয় -
ইংরেজী।
চাইনিজ ভাষা।
পেশাগত কৌশল।
তিন মাসের কোর্স ফি ত্রিশ হাজার টাকা।কেবল গ্রাজ্যুয়েটগণই ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাশ করে ভর্তি হতে পারবে।
যোগাযোগ :
Rafco Education
01911359077
বিশেষসতর্কতাঃ অত্রপ্রতিষ্ঠানটি কেবলমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান বা ট্রেনিংসেন্টার এবং কোন শিক্ষার্থীকেই বিদেশে পাঠানোর দ্বায়ীত্ব নেয় না। তবে, মানবিক কারনে শিক্ষার্থীকে বিনামুল্যে পরামর্শ ও সহযোগীতা দান করা যেতে পারে।